মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা জেলার ৯ থানা ও মহানগরীর ৮ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান বাংলানিউজকে বলেন, খুলনা জেলা পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ১১ জন মাদক বিক্রেতাসহ মোট ৫৩ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।
আটক ব্যক্তিদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা, ১৬ গ্রাম গাঁজা জব্দ করা হয় এবং মোট ৭টি মাদক মামলা দায়ের করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ৬ জন মাদকবিক্রেতাসহ মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও ১৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এমআরএম/আরএ