ফাগুনের প্রথম দিনে ক্যাম্পাস সেজেছে নতুন রঙে। আনাচে-কানাচে ফুটে থাকা ফুলের গন্ধ যেনো বসন্তকে নতুন রূপ দিয়েছে।
বসন্তের আগমনে তাদের মনে বেজে উঠেছে কবির সেই বাণী, ‘বসন্ত ছুঁয়েছে আমাকে। ঘুমন্ত মন তাই জেগেছে, পয়লা ফাল্গুন আনন্দের দিনে’।
বসন্তকে বরণ করে নেওয়ার জন্য ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন ও বিভাগের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। চলছে উৎসাহ-উদ্দীপনা।
বাংলা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মহুয়া তলায় হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে আনন্দ র্যালি বের করে বিভাগটি। তেমনি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন এক্সপ্লোরার্স প্রতিবারের মতো আয়োজন করেছে মেহেদী উৎসবের।
এছাড়া বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে মুক্তমঞ্চে রয়েছে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য নানা আয়োজন।
এদিকে, পেছনের দিন ভুলে গিয়ে নতুন করে জীবনের গতি নির্ধারণ করতে হাতে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হতে দেখা যায় প্রেমিক যুগলদের।
তাই বসন্ত এলেই মনে পড়ে যায় রবীন্দ্রনাথের সেই পরিচিত গান ‘আহা আজি এ বসন্তে, এতো ফুল ফুটে, এতো বাঁশি বাজে, এতো পাখী গায়’।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
টিএ