নজরুল উপজেলার পূর্ব তেরচাঁদ এলাকার মৃত আব্দুল গণি হাওলাদারের ছেলে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৮ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, র্যাব-৮, বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সাহায্যে মুলাদী বাজারের ‘নোমান পাখি ঘর’ নামে একটি দোকানে অভিযান চালায়। অভিযানে দু’টি মোবাইল ও তিনটি সিমকার্ডসহ নজরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
আটক নজরুল তার নিজ নামের (Norjul Islam) ফেসবুক আইডির মাধ্যমে দীর্ঘদিন যাবৎ প্রধানমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনারের বিকৃত ছবি, র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনারসহ বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিদের নামে মানহানিকর বক্তব্য, সরকারবিরোধী বিভিন্ন তথ্য প্রচার করে আসছিলো।
এছাড়া নির্বাচনের আগ মুহুর্তে নির্বাচন কমিশনারকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য প্রকাশ করেন।
এ ঘটনায় জেলার মুলাদী থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এমএস/ওএইচ/