বুধবার (১৩ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য রুস্তম আলী ফরাজীর এক লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
রুস্তম আলী ফরাজী উপস্থিত না থাকায় প্রশ্নটি উপস্থাপন করেন জাতীয় পার্টির ফখরুল ইমাম।
উত্তরে প্রধানমন্ত্রী বলেন, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট বিপুলভাবে জয় লাভ করে। আমার নেতৃত্বে আওয়ামী লীগ চতুর্থবারের মতো সরকার গঠনের পর বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা আমাকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বিশ্বের প্রায় সব দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের এসব শুভেচ্ছা বার্তা পেয়ে দেশবাসীর সঙ্গে আমিও গর্বিত ও আনন্দিত। যারা আমাদের জনগণ ও আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এসব অভিনন্দন বার্তায় বিশ্ব নেতৃবৃন্দ বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং উত্তরোত্তর সমৃদ্ধির জন্য আমাদের সরকারের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন।
রুস্তম আলী ফরাজীর প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী দেশের নামসহ ৯৭ জন সরকার ও রাষ্ট্রপ্রধানের নাম তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এসকে/এমজেএফ