ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ার মিরপুরে ৩ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
কুষ্টিয়ার মিরপুরে ৩ মাদকসেবীর কারাদণ্ড দণ্ডপ্রাপ্তরা তিন মাদকসেবী। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদক সেবনের দায়ে তিন মাদকসেবীকে আটকের পর তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহম্মেদ এ দণ্ড দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ এলাকার মৃত আব্দুল সর্দারের ছেলে জহুরুল ইসলাম ও খাইরুল ইসলাম  এবং একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মিলন আলী।

 

বাংলানিউজকে ইউএনও এসএম জামাল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌড়াদহ ইউনিয়নের গৌড়দহ রেলগেট এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।