দিবসটি উপলক্ষে বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রামের রাজারহাটের পাইকপাড়া গ্রামে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ এ কর্মসূচির আয়োজন করে।
রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের সভাপতি এসএম ছানালাল বকসীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বসুনিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অলক সরকার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হারুন অর রশীদ লাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান ও আবুল কালাম আজাদ এবং বাসদ নেতা নজরুল ইসলামসহ আশি’র দশকে স্বৈরাচারীবিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা।
১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে মুহসীন হল এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাউফুন বসুনিয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শেষবর্ষের ছাত্র ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এফইএস/ওএইচ/