বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এই অর্থদণ্ড দেন। অনাদায়ে তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ইউএনও জাকির হোসেন বাংলানিউজকে জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা উব্ধাখালী নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন করে আসছিলেন। বারবার সতর্ক করার পরেও কর্ণপাত না করে ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু উত্তোলন কাজ অব্যাহত রাখেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীর প্রত্যেককে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন, যোগ করেন ইউএনও।
বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
জেডএস