বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ও বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ভোরে মালিবাগ এলাকায় আবুল হোটেলের সামনের রাস্তায় ট্রাক ও পিকআপের সংঘর্ষ ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি কর্মকর্তা কামরুল হাসান বাংলানিউজকে জানান, আবুল হোটেলের সামনে দুর্ঘটনার সংবাদ শুনেই ফায়ারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। গাড়ির ভেতরে আটকা আহতদের পড়া তাদেরকে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে গাড়ি কেটে উদ্ধার করা হয়।
এদিকে বুধবার (১৩ ফেব্রুয়ারি) মধ্য রাতে মিরপুরের তানিন ভবনের সামনে দ্রুতগতির একটি বাস একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার আরোহীসহ মোট তিনজন আহত হন। আহতদের মধ্য মিরপুরের কল্যাণপুর পোড়া বস্তি এলাকার বাসিন্দা দিনমজুর কালু মিয়া (৪৫) ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার নয়টায় কালুর মৃত্যু হয়। আহত আরেক আরোহী পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ও রিকশাচালক আহত হলেও মোটামুটি ভালো আছেন।
কালুর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পে ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এজেডএস/এএটি