বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে পাথরঘাটা পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। রুহুল একই ওয়ার্ডের মো. মোস্তফা খানের ছেলে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ওয়ার্ডে অভিযান চালিয়ে এক হাজার টাকার ১৫টি জাল নোটসহ রুহুলকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এ ঘটনায় বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শ (এসআই) আবুল বাশার বাদী হয়ে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেছেন। রুহুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এসআরএস