বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে হোটেল রাজমনিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দালালরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়ার পশ্চিম মিরিকেল এলাকার মৃত ওমর আলীর ছেলে নুরুল ইসলাম (২১) ও উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি-২৬ এর বাসিন্দা শফিকের ছেলে জাহেদ আলম (২৭)।
উদ্ধার হওয়ার রোহিঙ্গারা হলেন-, হাসিম উল্লাহ (১৮), ইব্রাহীম (২২), সাজিদা (১৯), সুকুরা (১৮), নূর বেগম (২২), সাজিদা (২৫), আলম (২১), যুবায়ের (১৭), কামাল হোসেন (২৫), হোদয়েত উল্লাহ (২০), ইসমাইল (৩৫) ও আমীর হোসেন (২৫)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, কতিপয় মানব পাচারকারী বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কক্সবাজার শহরে এনে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফজল মার্কেটের বিপরীতে হোটেল রাজমনিতে অভিযান চালানো হয়। এসময় পালিয়ে যাওয়ার সময় দুই মানব পাচারকারীকে আটক করা এবং ওই হোটেল থেকে ১২ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গারা র্যাবকে জানিয়েছেন, অল্প টাকার বিনিময়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার আশায় তারা কক্সবাজারে চলে আসেন।
র্যাব জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করে তাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এসবি/জিপি