ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইজতেমায় গাজীপুরে যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
ইজতেমায় গাজীপুরে যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান | ছবি: বাংলানিউজ

গাজীপুর: বিশ্ব ইজতেমার প্রথম আখেরি মোনাজাত শনিবার। আখেরি মোনাজাত উপলক্ষে শুক্রবার মধ্যরাত থেকে টঙ্গী ব্রিজ, কামারপাড়া ব্রিজ, ভোগড়া বাইপাস, মীরেরবাজার এলাকায় ব্যারিকেড দিয়ে ইজতেমা সংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ রাখা হবে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইজতেমায় অংশ নেওয়া কয়েক লাখ মুসুল্লি ছাড়াও অসংখ্য মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় আসেন।

সে কারণে শুক্রবার মধ্যরাত থেকে টঙ্গী ব্রিজ, কামারপাড়া ব্রিজ, ভোগড়া বাইপাস, মীরেরবাজার এলাকায় ব্যারিকেড দিয়ে ইজতেমা সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।
তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান | ছবি: বাংলানিউজপুলিশ কমিশনার আরো বলেন, ইজতেমা শেষে যাওয়ার সময় একই ব্যবস্থাপনা অব্যাহত থাকবে। আমরা নাগরিকদের কাছে আশা করবো তারা যেন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখেন। রাস্তায় যে ট্রাফিক পুলিশ কাজ করবে তাদের সহযোগিতা করবে ঢাকা মেট্টোপলিটন পুলিশ, গাজীপুর মেট্টোপলিটন পুলিশ ও হাইওয়ে পুলিশ।  

বেলালুর রহমান জানান, শুক্রবার জুমার নামাজ আদায় করতে আশপাশের জেলার অনেক মুল্লিরা এখানে আসেন। জুমার নামাজ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জুমার নামাজে অংশ নেওয়া মানুষ যাতে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে সেজন্য পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।