ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকারি সব খাদ্য গুদাম ডিজিটালাইজড হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
সরকারি সব খাদ্য গুদাম ডিজিটালাইজড হচ্ছে

নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, সরকারিভাবে খাদ্যশস্য মজুদে গতিশীলতা আনতে দেশের প্রতিটি এলএসডি ডিজিটালের আওতায় আনা হচ্ছে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ জেলা স্টেডিয়ামে বেলকন-বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে খাদ্য ঘাটতি নেই।

নিরাপদ মজুদ, সুষম বণ্টন ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই এখন সরকারের মূল টার্গেট। এজন্য সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী।  

অনুষ্ঠানে ফেস্টুন উড়িয়ে ও ব্যাট করে টুর্নামেন্টের উদ্বোধন করেন মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় নওগাঁর জেলা প্রশাসক মো. মিজানূর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, বেলকন গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেন, টুর্নামেন্টের আহ্বায়ক ও নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহরীয়ার রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী অন্যান্য অতিথিদের সঙ্গে বসে উদ্বোধনী খেলা উপভোগ করেন। উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ জেলা ও নওগাঁ জেলা ক্রিকেট দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।