ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
নওগাঁয় প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

নওগাঁ: নওগাঁ সদর উপজেলা থেকে বরকতুল্লাহ লিমন (১৮) নামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সদর উপজেলার রামরায়পুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ শাহরিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক লিমন দেশব্যাপী সোস্যাল মিডিয়ার মাধ্যমে এসএসসি, এইচএসসি, পিএসসি ও দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম হোতা। এ চক্রের সদস্যরা পরীক্ষার্থীদের ফোন করে টাকার বিনিময়ে প্রশ্নপত্র দেওয়ার অফার করতো। আটকের পর তার কাছ থেকে কিছু প্রশ্নপত্র এবং বেশকয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।  

আটক লিমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।