শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সংস্থা দু’টির যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইউএনএইচসিআর ও আইওএম ২০১৯ সালে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৯ লাখ রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য যৌথ সাড়াদান পরিকল্পনা (জেপিআর) প্রকাশ করেছে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে তিন লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রান্তিক সীমায় অবস্থান করছে বলে জানিয়েছে সংস্থা দু’টি। রোহিঙ্গাদের জন্য খাদ্য, পানি, পয়ঃনিষ্কাশন ও আশ্রয়দানের জন্য এই সহায়তার অর্ধেক খরচ হবে। এছাড়া স্বাস্থ্য, ব্যবস্থাপনা, নিরাপত্তা, শিক্ষা, পুষ্টি যৌন হয়রানি প্রতিরোধমূলক কার্যক্রমে অর্থ প্রয়োজন।
২০১৮ সালে জেপিআর রোহিঙ্গাদের জন্য সারাবিশ্বের কাছে ৯৫০ মিলিয়ন সহায়তার আবেদন জানিয়েছিলো। তবে ডলার সহায়তা পাওয়া যায় ৬৫৫ মিলিয়ন। যা মোট সহায়তার ৬৯ ভাগ।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
টিআর/জেডএস