শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নীলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ভুয়া সনদ তৈরির দুই সদস্যকে আটক করা হয়।
আটকেরা হলেন-সাইফুল আলম সাদিক (২৮) ও বাবুল ছৈয়াল (২১)।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১০) উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক জানান, আটকরা দীর্ঘদিন ধরে এসএসসি-এইচএসসি ও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল। তারা টাকার বিনিময়ে চাহিদা অনুযায়ী বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্র সরবরাহ করে জালিয়াতি করছিল।
আটকদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
পিএম/আরআর