ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেসবুকে ভুয়া আইডি, আইনি ব্যবস্থা নেবেন পররাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ফেসবুকে ভুয়া আইডি, আইনি ব্যবস্থা নেবেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নামে খোলা ভুয়া আইডি ব্যবহারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, যারা আমার নামে ফেসবুকে একাধিক ভুয়া পেজ ও আইডি খুলে ব্যবহার করছেন, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। এহেন কর্মকাণ্ড আমার জন্য অত্যন্ত বিব্রতকর।

ড. মোমেন বলেন, আমার নামে একটি ফেসবুক পেইজ রয়েছে যা ফেসবুক কর্তৃপক্ষ ভেরিফাই করেছে। এছাড়া আমার নিজের অন্য কোনো ফেসবুক পেজ নেই। আমার নামে তৈরি এসব ভুয়া আইডি ব্যবহারকারীরা নিজে থেকে তা বন্ধ না করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।
 
বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এনইউ/এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।