ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীর সীমান্ত এলাকা থেকে মাদক জব্দ, আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
রাজশাহীর সীমান্ত এলাকা থেকে মাদক জব্দ, আটক ১

রাজশাহী: রাজশাহীর সীমান্ত এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিল ও ১৯০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-১ (বিজিবি) এর সদস্যরা। 

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে পৃথক দু’টি অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।  

এ ঘটনায় মো. সালাউদ্দিন (৪২) নামে একজনকে আটক করা হয়েছে।

তিনি রাজশাহীর দামকুড়া থানার চরমাজারদিয়াড় গ্রামের  আব্দুল কাদেরের ছেলে।  

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির সোনাইকান্দি সীমান্ত ফাঁড়ির একটি টহল দল দামকুড়া থানার আইবাদ পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

অন্যদিকে বিজিবির চরমাজারদিয়াড় সীমান্ত ফাঁড়ির একটি টহল দল চরমাজারদিয়াড় পুরাতন স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবাসহ সালাউদ্দিনকে আটক করে।  

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।