শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত এ গ্রন্থ প্রকাশ করেছে কাকলী প্রকাশনী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও কাকলীর প্রকাশক মো. সেলিম উদ্দিনসহ লেখক, প্রকাশক ও আগত অতিথিরা।
ড. আনিসুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর স্পর্শ অনুভব করেন বাগচী। তিনি ভবিষ্যতে আরও বই উপহার দেবেন।
সভাপতির বক্তব্যে ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমরা ক'জন এরকম গবেষণা করে বই প্রকাশ করতে পেরেছি। বাগচীর এই গ্রন্থ কিভাবে আমরা দেখব বা সম্বোধন করবো, তা এ ক্ষুদ্র জ্ঞানে ধরে না। বাগচী একজন খাঁটি বঙ্গবন্ধু প্রেমিক। বঙ্গবন্ধু মানবতার যে শিক্ষা দিয়ে গেছেন, তা বাগচী আদর্শ হিসেবে ধারণ করতে পারেন।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
টিএম/আরআর