শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে ওই ইউনিয়নের ছেরেন্দা গ্রামের ইকবাল হোসেনের একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন- আড়াইহাজার থানার মৃত তোতা মিয়ার ছেলে ফিরোজ মিয়া (২৮), শিবপুরের লাল মিয়ার ছেলে আমজাদ হোসেন (২৪), মেহেরপাড়া ইউনিয়নের মৃত হোসেন আলীর ছেলে দুলাল (৩০), মাধবদীর বালাপুরের জোবেদ আলীর ছেলে আইয়ুব (২৯), একই এলাকার মৃত হযরত আলীর ছেলে হান্না ওরফে হান্নান (২৮), রায়পুরা ভিকচানের ছেলে রাসেল (২৪), আড়াই হাজার থানার চারিগাঁও গ্রামের দানা মিয়ার ছেলে আলমগীর (২৮) ও ভুইয়ম গ্রামের নুরু মিয়ার ছেলে মোহাম্মদ আলী ওরফে মঈসা (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে আমদিয়া ইউনিয়নের ছেরেন্দা গ্রামের ইকবালের মেহগনি বাগানে একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই মেহগনি বাগান ঘিরে ফেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ আট ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গ্রেফতার হওয়া ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাধবদী থানায় পৃথক দু’টি মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
জিপি