ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে শিশুর মৃত্যু 

নরসিংদী: নরসিংদীতে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি শিশুর (০৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বেলাবরের পুটিমারাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নরসিংদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে পুটিমারাতে ঢাকা-কেন্দুয়াগামী একটি লোকাল বাসের সঙ্গে মালবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ওই শিশুটি মারা যায়।

ভৈরব হাইওয়ে পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, চালকদের অসবাধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।