রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলার ভিত্তি স্থাপনকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কামারখন্দ উপজেলার চরকুড়া গ্রামের জেলকদ হোসেন (৬৫) ও বেলাল হোসেন (৬০)।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের নির্মাণ কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। বিকেলে দোতলার পিলারের ভিত্তি স্থাপনের জন্য পাশের বাসার টয়লেটের দেয়াল ঘেষে গর্ত করছিলেন তারা। এ সময় ওই টয়লেটের দেয়াল ও পাশের বাসার মেঝের পলেস্তারা ধ্বসে শ্রমিকদের গায়ের ওপর পড়ে।
স্থানীয়রা গর্তে থাকা তিন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেন। সেখানে ভর্তির পর জেলকদ ও বেলাল মারা যান।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯/আপডেট: ১৭২৭ ঘণ্টা
এসআই/আরএ