রোববার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুকে রাষ্ট্রদূতের মিষ্টির দোকানের বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে।
দূতাবাস সূত্র জানায়, রাষ্ট্রদূত আর্ল মিলার বাংলাদেশে আসার পর প্রথমবারের মতো খুলনা ও যশোরে গিয়েছিলেন।
খুলনা শহরের বড়বাজারে প্রতিষ্ঠিত ইন্দ্রমোহন সুইটস প্রায় ১৩০ বছরের পুরনো। মিষ্টির দোকান হিসেবে তার খ্যাতিও কম নয়। সে কারণেই রাষ্ট্রদূত মিলারকে নিয়ে যাওয়া হয়েছিল সেই দোকানে। মিলার ওই দোকানের সামনে দাঁড়িয়ে ছবি তুলে দোকান ঘুরে দেখেন। মিষ্টি তৈরির প্রক্রিয়াও দেখেন তিনি। দোকানের মালিক-কর্মচারীদের সঙ্গে আলাপ করেন। পরে দোকানে বসে মিষ্টি চেখে দেখেন। মিষ্টির প্রশংসাও করেন রাষ্ট্রদূত।
ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা বাংলাদেশের ৬৪টি জেলা ঘুরে দেখেছিলেন। সে সময় তিনিও বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী খাবার চেখে দেখেন। ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
টিআর/এএ