ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
মুন্সিগঞ্জে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে পাঁচ দিনব্যাপী অমর একুশে বইমেলা-২০১৯ এর শুভ উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এ মেলা শুরু হয়।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।

 

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, নতুন প্রজন্ম বই থেকে অনেক দূরে সরে গেছে। বর্তমান প্রজন্মকে বইমুখী করতে হবে। বইমুখী করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে হবে। তবে, যারা বইয়ের প্রকৃত পাঠক তারা সব সময়ই বই পড়ে। বাড়ির বড়রা বই পড়লে তাদের দেখে ছোটরাও বই পড়বে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন-অর রশীদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাহিন আক্তার, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারি প্রমুখ।

জানা যায়, বইমেলায় মোট ২২টি স্টল আছে। এর মধ্যে সরকারি হরগঙ্গা কলেজ, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যাণ্ড কলেজ, কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশন, এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়, অণ্বেষণ বিক্রমপুর মুন্সিগঞ্জ, কোয়ান্টাম ফাউন্ডেশন, হরেন্দ্রলাল পাবলিক লাইব্রেরি, বহমান-সাহিত্য পত্রিকা, আব্দুল্লাহ আবু সায়ীদ পাঠাভ্যাস কেন্দ্র, প্রথম আলো বন্ধুসভা, আদর্শ লাইব্রেরি স্টলগুলো উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।