ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাজাহান খানের দুই মিনিটের বেশি বক্তব্যে আপত্তি রাঙ্গার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
শাজাহান খানের দুই মিনিটের বেশি বক্তব্যে আপত্তি রাঙ্গার

জাতীয় সংসদ ভবন থেকে: সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য (এমপি) শাজাহান খান ৭১ বিধিতে নির্ধারিত ২ মিনিটের বেশি কথা বলায় আপত্তি জানালেন বিরোধী দলীয় চিফ হুইপ সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। 

রোববার (১৭ ফেব্রুয়ারি) ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে ৭১ বিধিতে শাজাহান খান সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।  

শাজাহান খানের বক্তব্য শেষ হওয়ার পরপরই ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেন, বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলেছেন- বিধায় আপনাকে ২ মিনিটের বেশি কথা বলার সুযোগ দিয়েছি।

৭১ বিধিতে কথা বলা নির্ধারিত ২ মিনিটের মধ্যেই শেষ করতে হবে।  


ডেপুটি স্পিকারের বক্তব্য শেষ হওয়ার পরই বিরোধী দলের চিফ হুইপ অতিরিক্তি সময় কথা বলতে দেওয়ার আপত্তি জানান। এ সময় ডেপুটি স্পিকার বলেন, উনি (শাজাহান খান) বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলেছেন বিধায়ই তাকে ২ মিনিটের বেশি বলতে দিয়েছি। আপনি (রাঙা) কী বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলা নিয়ে আপত্তি করছেন! বঙ্গবন্ধুর কারণে আপনি চিফ হুইপ হতে পেরেছেন। তা না হলে আপনি চিফ হুইপ হতে পারতেন না।  


এর পর মশিউর রহমান রাঙ্গা দাঁড়িয়ে বলেন, আমি বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলার জন্য আপত্তি করিনি। আমি বলতে চেয়েছি ২ মিনিটের বেশি কথা বলা নিয়ে। আমারও ৭১ বিধিতে নোটিশ আছে। সময়ের কারণে এর আগে আমি কথা বলতে পারিনি। সেই বিষয়টি বলতে চেয়েছি।  

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯ 
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।