রোববার (১৭ ফেব্রুয়ারি) ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে ৭১ বিধিতে শাজাহান খান সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
শাজাহান খানের বক্তব্য শেষ হওয়ার পরপরই ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেন, বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলেছেন- বিধায় আপনাকে ২ মিনিটের বেশি কথা বলার সুযোগ দিয়েছি।
ডেপুটি স্পিকারের বক্তব্য শেষ হওয়ার পরই বিরোধী দলের চিফ হুইপ অতিরিক্তি সময় কথা বলতে দেওয়ার আপত্তি জানান। এ সময় ডেপুটি স্পিকার বলেন, উনি (শাজাহান খান) বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলেছেন বিধায়ই তাকে ২ মিনিটের বেশি বলতে দিয়েছি। আপনি (রাঙা) কী বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলা নিয়ে আপত্তি করছেন! বঙ্গবন্ধুর কারণে আপনি চিফ হুইপ হতে পেরেছেন। তা না হলে আপনি চিফ হুইপ হতে পারতেন না।
এর পর মশিউর রহমান রাঙ্গা দাঁড়িয়ে বলেন, আমি বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলার জন্য আপত্তি করিনি। আমি বলতে চেয়েছি ২ মিনিটের বেশি কথা বলা নিয়ে। আমারও ৭১ বিধিতে নোটিশ আছে। সময়ের কারণে এর আগে আমি কথা বলতে পারিনি। সেই বিষয়টি বলতে চেয়েছি।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এসকে/এমএ