রোববার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যুদ্ধাপরাধী দল হিসেবে শুধু জামায়াত ক্ষমা চাইলে হবে না, বিএনপিকেও জাতির কাছে ক্ষমতা চাইতে হবে।
আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলো, তারাই জঙ্গি সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করেছিলো। জনগণ সেই ষড়যন্ত্র প্রতিহত করেছে। দেশ এখন এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের নদীগুলো মৃতপ্রায় অবস্থায় গিয়েছিলো। এখন তাদেরকে জীবন ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার চারপাশের চারটি নদী ও কর্ণফুলি নদীর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিতে অভিযান চলছে। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু আপসহীন। ফলে কোনো শক্তিই অবৈধ দখলদারদের রক্ষা করতে পারবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা সমুদ্রসীমা বিজয় অর্জন করেছি। সমুদ্রসীমার যে সম্পদ ব্লু ইকোনোমি এটাকে আমরা কাজে লাগাবো। নৌ পরিবহনকে আন্তর্জাতিকমানে উন্নীত করা হবে, যা আগামী ৫ বছরে দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
*** খেলাপির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আশ্বাস অর্থমন্ত্রীর
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এসকে/জেডএস