সোমবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই কুয়াশা পড়তে শুরু করে।
রাতে চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে আছে বলে ঘাট সূত্রে জানা যায়। এছাড়াও শিবচরর কাঁঠালবাড়ী ঘাটে পরিবহন লোড করে আছে কয়েকটি ফেরি। ঘাট এলাকাতেও পরিবহনের দীর্ঘ লাইন দেখা গেছে।
আব্দুস সালাম মিয়া বলেন, হঠাৎ করেই ঘন কুয়াশা পড়তে থাকে। অতিরিক্ত কুয়াশার কারণে রাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
জিপি