সোমবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার আদমদীঘি থানায় অভিযোগপত্রটি জমা দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।
বাংলানিউজকে আমিনুল ইসলাম জানান, আদমদীঘির উপজেলার দারিয়াপুর মৌজায় বিলুপ্ত বাংলাদেশ জুট কর্পোরেশনের ২ দশমিক ৩৮ একর জমি এক সময় সরকারি ‘পাট ক্রয়কেন্দ্র’ হিসেবে ব্যবহার হতো।
অথচ তৎকালীন বাজারমূল্য অনুযায়ী ওই জমির দাম ছিলো প্রায় ৬৫ লাখ টাকা। এই অভিযোগে আদমদীঘি থানায় দায়ের করা মামলার তদন্তভার দেওয়া হয় দুদককে।
তিনি জানান, ওই জমি অবৈধভাবে বিক্রির কারণে সরকারের ৪০ লাখ ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তদন্তে প্রমাণিত হয়েছে। তদন্ত শেষে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও জাহানারা রশিদকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
এর আগে গত ০৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুদক এ চার্জশিটের অনুমোদন দেয় দুদক। ২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়ার আদমদিঘী থানায় লতিফ সিদ্দিকী ও জাহানারা রশীদ নামের এক গৃহবধূর বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এমবিএইচ/এমএ