সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জিনজিরা বাজার ও রাজেন্দ্রপুর খালপাড় এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের প্রমথ রঞ্জন ঘটক।
এসময় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মিহির লাল সরকার, ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. মজিরুল হক উপস্থিত ছিলেন।
বাংলানিউজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক জানান, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে নিম্নমানের ও ভেজাল খাবার বিক্রির অপরাধে জিনজিরা বাজারের দুলাল হোটেলকে ২০ হাজার, সত্য ঘোষ হোটেলকে ১০ হাজার, প্রদীপ রায় হোটেলকে পাঁচ হাজার ও ভূপেন নন্দী হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় রাজেন্দ্রপুর খালপাড় এলাকার মেসার্স সামসুদ্দিন এন্টারপ্রাইজের নাবিলা ব্রিকস নামে ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এসআরএস