ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোটবাড়ীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
কোটবাড়ীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা, আটক ২

কুমিল্লা: অপহরণের পর মুক্তিপণ না পেয়ে কুমিল্লার সদর দক্ষিণের কোটবাড়ী এলাকায় তৌহিদ (১৪) নামের এক স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা করেছে অপহরণকারীরা। এ ঘটনায় দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কোটবাড়ীর গন্ধমতি এলাকার সিটি কলেজের সামনের বালুর স্তুপের নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

তৌহিদ সদর দক্ষিণ উপজেলার সালমানপুর এলাকার কালু মিয়ার ছেলে।

সে কোটবাড়ী এলাকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নবম শ্রেণির ছাত্র ছিলো।

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বাংলানিউজকে জানান, রোববার (১৭ ফেব্রুয়ারি) রাতে তৌহিদকে অপহরণের পর তার মা-বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

বিষয়টি তৌহিদের পরিবার থানায় অবহিত করলে অভিযান চালিয়ে জেলার দুই এলাকা থেকে দুই অপহরণকারীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গন্ধমতি এলাকার বালুর স্তুপের নিচ থেকে তৌহিদের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা জানিয়েছে তৌহিদকে শ্বাসরোধে হত্যা করে বালুর স্তুপের নিচ চাপা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।