সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ধারিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল বাংলানিউজকে জানান, বিকেলে স্থানীয় এক ব্যক্তি ওই নদীতে কচুরিপানা সংগ্রহ করতে গেলে মরদেহটি দেখতে পান।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান বলেন, মরদেহটি গলে যাওয়ায় নারী-পুরুষ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়াও মরদেহটি নারী না পুরুষের সেটিও জানা যাবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এসআরএস