সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১ পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী সংবাদ সম্মেলনে এ কথা জানান। আটক শাহাদাত রূপগঞ্জ উপজেলার মধুখালী এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রূপগঞ্জ উপজেলার হাটাব এলাকার এক কিশোরী ধর্ষণের ঘটনায় সোমবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে ধর্ষক শাহাদাতকে আটক করেছেন র্যাব সদস্যরা।
শাহাদাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত দুই থেকে তিন মাস আগে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সুমন নামে এক যুবক মোবাইল ফোনে কথোপকথন চালাতে থাকেন। পরে সুমন তার বন্ধু শাহাদাত ওই কিশোরীকে ধর্ষণ করার পরিকল্পনা করেন। ঘটনার ধারাবাহিকতায় গত ২৪ জানুয়ারি দুপুরে শাহাদাত নিজে সুমন সেজে ওই কিশোরীকে দেখা করার জন্য বলেন। পরে ওই কিশোরী দেখা করার জন্য সোনারগাঁও উপজেলার পেরাব এলাকায় গিয়ে সুমন পরিচয়ে শাহাদাতের সঙ্গে দেখা করে। এক পর্যায়ে ওই কিশোরীকে নারায়ণগঞ্জের একটি হোটেলে নিয়ে যান শাহাদাত। পরে কৌশলে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে কিশোরীকে ধর্ষণ করেন শাহাদাত। এ সময় কয়েকজনের সহযোগিতায় ধর্ষণের কিছু অংশ ভিডিও ধারণ করে কিশোরীকে জিম্মি করেন শাহাদাত।
পরে ওই কিশোরীর মা গত ৩ ফেব্রুয়ারি বাদী হয়ে সোনারগাঁও থানায় সুমনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
সুমন ও শাহাদাত দীর্ঘদিন ধরে গার্মেন্টকর্মী, স্কুলছাত্রী, গৃহবধূকে ফাঁদে ফেলে ধর্ষণ ও নির্যাতন করে আসছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
আরআইএস/