সোমবার (১৮ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, পাইপলাইন স্থানান্তরের সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর মিরপুর, শ্যামলী, মনিপুরীপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, গণভবন, জাতীয় সংসদ ভবন, কলাবাগন, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যাল, বুয়েট, শাহবাগ, গ্রিন রোড, পুরনা ঢাকার সব এলাকা, বঙ্গভবন, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা এলাকা, দক্ষিণ বনশ্রী, নন্দিপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টু রোড, তেজগাঁও, বাসাবো, মতিঝিল, কমলাপুর ও তদসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এর আগে শুক্রবার রাত থেকে শনিবার (১৬ ফেব্রুয়ারি) প্রায় সারাদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর আবার একই সমস্যায় পড়তে যাচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। ওইদিন রাজধানীর উত্তরা, গাবতলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
ইএআর/এসএইচ