মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে কারখানা নদীর লক্ষ্মীপাশা লঞ্চঘাট এলাকা তাদের আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে চারদিনের কারাদণ্ড দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল ইসলাম।
কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (পেটি অফিসার) নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কারখানা নদীর লক্ষ্মীপাশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দুইটি ট্রলারে ৩৮টি ড্রামে চার লাখ ৬৫ হাজার পিস বাগদা রেনু ও তিনটি বেহুন্দি জালসহ নয়জনকে আটক করা হয়।
জব্দ জালগুলো পুরিয়ে ফেলাসহ রেনুগুলো পায়রা নদীতে অবমুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসআরএস