দেশের প্রমিলা বড় প্রমিলা ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে হাজির হয়েছেন সিলেট বিভাগের চার জেলার ২৬ ক্রিকেটার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেট বিভাগ অনূর্ধ্ব-১৮ দল গঠনের লক্ষ্যে ট্রায়াল আয়োজন করলে তারা আসেন এখানে।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সারাদিন চলে বাছাই কার্যক্রম। বুধবার একটি ট্রায়াল ম্যাচের আয়োজন করা হয়েছে। এর পরই সিলেট বিভাগের ১৪ জনের স্কোয়াড চূড়ান্ত হবে।
হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে বাছাই কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, সদস্য মঈনউদ্দিন তালুকদার সাচ্চু ও হুমায়ুন খান।
বাছাই কার্যক্রম পরিচালনা করেন বিসিবির মহিলা ক্রিকেট দলের সহকারী কোচ মোহাম্মদ রুহুল আমিন, সিনিয়র এক্সিকিউটিভ তছলিম উদ্দিন তুহিন, লজিস্টিক অ্যান্ড প্রটোকল অফিসার সামছুদ্দিন শাহীন।
সহকারী কোচ রুহুল আমিন জানান, এ অঞ্চলে ভালো প্রতিভা আছে। আমরা সেই প্রতিভা খুঁজে বের করে আনবো। পরে ঘঁষামাজা করে ভালো ক্রিকেটার তৈরি করা হবে।
এ কর্মসূচির উদ্দেশ্য হলো- সব বিভাগে অনূর্ধ্ব-১৮ দল গঠন করে প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেখান থেকে বাছাইকৃত ক্রিকেটারদের নিয়ে দুই বছর পর যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে তার জন্য দল গঠন করা হবে। ট্রায়ালে হবিগঞ্জ জেলা থেকে সর্বোচ্চ ১১ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
বাংলাদশে সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসআই