ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে আগুনে পুড়ে গেছে ১২ বসতবাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
নাটোরে আগুনে পুড়ে গেছে ১২ বসতবাড়ি

নাটোর: নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের বাগরুম গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি বসতবাড়ি। এ ঘটনায় মারা গেছে একটি গরুও। 

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ আগুন লাগে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. লোকমান হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে সদর উপজেলার হালসা ইউনিয়নের বাগরুম পুরাতন পাড়ার বস্তিতে বৈদ্যুতিক পোল থেকে আগুন ছিটকে খড়ের গাদার ওপর পড়ে।

 

সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পুড়ো বস্তিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় নগদ টাকাসহ ১২টি বাড়ির সমস্ত মালপত্র।  

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বানু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।