ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ভেজাল হারবাল কারখানায় অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
পঞ্চগড়ে ভেজাল হারবাল কারখানায় অভিযান

পঞ্চগড়: পঞ্চগড়ে আরোগ্য ঔষধালয়ে অভিযান পরিচালনা করে ভেজাল হারবাল ওষুধ তৈরি এবং বিক্রয় করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়েছে।  

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের উত্তর মিঠাপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে হারবাল ওষুধ তৈরি করার খবর পেয়ে ম্যাজিস্ট্রেট বিকেলে আরোগ্য ঔষধালয়ে অভিযান পরিচালনা করেন।

এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করে রোলার দিয়ে ধ্বংস এবং ঔষধালয়ের মালিক আলমগীরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।