ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
রাজবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক গাঁজাসহ আটক শাকিল ও কাজলী

রাজবাড়ী: রাজবাড়ী জেলা শহরের ভকেশনাল এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জেলা শহরের সজ্জনকান্দা ৫ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন-জেলা শহরের বিনোদপুর লোকোশেড এলাকার মৃত মোস্তফা শেখের ছেলে মো. শাকিল শেখ (২৪) ও তার স্ত্রী কাজলী আক্তার (২১)।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের সজ্জনকান্দা টিএসসি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মো. শাকিল ও তার স্ত্রী কাজলীকে আটক করা হয়। এসময় তাদের বসতঘরের খাটের নিচ থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩ লক্ষাধিক টাকা। আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রাজবাড়ী সদর থানায় মামলা দায়রের পর  তাদের থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।