বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে মধ্যরাত ৩টা থেকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিমুলিয়ার বিআইডাব্লিউটিসি'র উপ মহাব্যবস্থাপক সৈয়দ শাহ মো. বরকত উল্লাহ জানান, গভীর রাতের পর থেকে কুয়াশা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝপদ্মায় কয়েকটি ফেরি আটকা ছিল।
বর্তমানে এই রুটে ১৫টি ফেরি চলাচল করছে। ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় ৩ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যানবাহনের চাপ কমতে শুরু করেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
আরএ