বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে নিহতদের পরিবারের সদস্যরা তাদের মরদেহ শনাক্ত করেছেন।
এর আগে, মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি আইরখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বোর্ডেরহাট তালতলা এলাকার মুক্তিযোদ্ধা জমশের আলী বেপারীর ছেলে মাহাবুবার রহমান (২৭), একই উপজেলার মন্দিসের খামার এলাকার আছমত আলীর ছেলে আশিক বাবু (১১), ভুরুঙ্গামারী উপজেলার নলেয়া এলাকার মৃত নায়েম আলী মণ্ডলের ছেলে আক্কেল আলী (৪৫), কুড়িগ্রাম সদর উপজেলার শিবরাম কুমারপাড়া এলাকার মৃত মোকসেদ আলীর স্ত্রী শাবানা বেগম (৪০) ও একই এলাকার ছতরপুর বান্দেরপাড়ার নজরুল ইসলামের মেয়ে শারমিন খাতুন (১২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অন্তত সাতজন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। কুড়িগ্রাম হাসপাতালে নেওয়ার পথে এক শিশু ও রাতেই চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পরিচয় শনাক্ত করে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
** লালমনিরহাটে সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ৫
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
আরএ