ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ১৫ মাদক বিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
ময়মনসিংহে ১৫ মাদক বিক্রেতা আটক আটক মাদক বিক্রেতারা/ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ১৩৩ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম হেরোইনসহ ১৫ মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

আটকরা হলেন- ফারুক (৬০), কল্পনা সরকার (৩২), বিল্লাল হোসেন (৩০), ইরফান ইবনে জামান (৩৮), ময়নুল হোসেন খাঁন (৪৭), সামছুল ইসলাম, পিন্টু মজুমদার (৪২), কাজী মোক্কাম্মেল হোসেন সাহেল (৪০), কাজী মোবারক হোসেন (৩৪), মেহেদী হাসান রিপন (২৬), কাজল মিয়া (৩৮), নবী হোসেন (৩৫),  রুবেল (৪৫), হারুন অর রশিদ (৩৭) ও খসরুজ্জামান ওরফে খসরু (৪৫)।  

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়, মাসকান্দা ও আমলাপাড়া, পাগলা থানা, ঈশ্বরগঞ্জ এবং ত্রিশাল উপজেলায় অভিযান চালিয়ে ওই ১৫ মাদক বিক্রেতাকে আটক করে ডিবি পুলিশ।  

এসময় তাদের কাছ থেকে ২ হাজার ১৩৩ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯ 
এমএএএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।