একুশের প্রথম প্রহরে বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার।
রাত ১২ টা ১৫ মিনিটের পর পলাশী হয়ে জগন্নাথ হলের রাস্তা দিয়ে সারিবদ্ধভাবে সর্বস্তরের মানুষ আসছেন।
ব্যক্তির পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করছে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সুপ্রিম কোর্টবার অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ছাত্রলীগের বিভিন্ন ইউনিট, ছাত্র ইউনিয়ন শ্রদ্ধা নিবেদন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের মাস্টার্সের ছাত্র মিথুনুর রহমান বাংলানিউজকে বলেন, আজকের দিনটি আমাদের জন্য প্রেরণার। শিক্ষার সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করাই হোক আজকের দিনের মূল লক্ষ্য।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এসকেবি/ওএইচ/