একুশের প্রথম প্রহরে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে সর্বস্তরের মানুষের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষাশহীদ আব্দুল জব্বারের পরিবারের সদস্যরা।
আব্দুল জব্বারের সম্পর্কে ‘ভাতিজা’ আহনাফ সাকিব বাংলানিউজকে বলেন, আসলেই ভাষাশহীদ আব্দুল জব্বারের পরিবারের সদস্য হিসেবে আমাদের যে সম্মানটুকু প্রাপ্য হওয়ার কথা ছিল তা পাই না।
অপর দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদি শ্রদ্ধার ফুলে ফুলে পূর্ণ হয়ে গেছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যরা সারিবদ্ধভাবে ফুলগুলো সাজিয়ে রাখছেন। শহীদ মিনার অভিমুখী লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন হাজারো মানুষ। মঞ্চ থেকে নাম ঘোষণার পর থেকে তারা ব্যানার গুটিয়ে বিনম্রভাবে শহীদদের স্মরণ করছেন। এদিন বাঙালিরা ছাড়াও বাইরের অনেকে শ্রদ্ধা জানিয়েছেন। নেপালের ত্রিভূবন ইউনিভার্সিটির ১৫ সদস্যদের একটা দলও শহীদ মিনারে আসেন। অনেকে নিয়ে নিয়ে এসেছেন শিশু সন্তান। অধিকাংশেই বহন করছেন ৫২ সালের একুশে ফেব্রুয়ারি স্মৃতিচিহ্ন।
** প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এসকেবি/ওএইচ/