দেশবাসী আজ যথাযোগ্য শ্রদ্ধায় স্মরণ করছে ভাষাশহীদদের। সারাদেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।
নারায়ণগঞ্জ: প্রতিবছরের ন্যায় এবার একুশের প্রথম প্রহরে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিট শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জবাসী।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রাত ১২টার পর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।
নাটোর: নাটোরে যথাযথ মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
মাগুরা: মাগুরায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। জেলা ও পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, পৌরসভাসহ সর্বস্তরের মানুষ ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানান।
নোয়াখালী: যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে একুশের প্রথম প্রহরে নোয়াখালী শহীদ মিনারে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সাতক্ষীরা: একুশের প্রথম প্রহরে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিট সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহিদ বেদি।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় একুশের প্রথম প্রহর বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিট ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের জনতা।
বরগুনা: বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের স্মরণে শ্রদ্ধা জানাতে বরগুনার কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নেমেছে।
পটুয়াখালী: একুশের প্রথম প্রহরে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সব শ্রেণি-পেশার মানুষ।
মেহেরপুর: যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের ঢল নামে।
কিশোরগঞ্জ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন কিশোরগঞ্জবাসী।
বাগেরহাট: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নেমেছে।
বুধবার (২০ জানুয়ারি) রাত ১২টা ১ মিনিটে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারের বেদিতে পুস্পমাল্য দেওয়া হয়। এর পরেই ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধার শত শত পুস্পমালায় ভরে যায় শহীদ মিনারের বেদি।
পঞ্চগড়: পঞ্চগড়ে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
একুশের প্রথম প্রহরে বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে পঞ্চগড় শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিনসহ প্রশাসনের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ০৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
ওএইচ/