ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রভাত ফেরিতে ভাষাশহীদদের প্রতি ইসির শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
প্রভাত ফেরিতে ভাষাশহীদদের প্রতি ইসির শ্রদ্ধা ভাষাশহীদদের প্রতি ইসির শ্রদ্ধা, ছবি: বাংলানিউজ

ঢাকা: কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে নির্বাচন কমিশনার কবিতা খানম, অবসর প্রাপ্ত রফিকুল ইসলাম, শাহাদত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এরপর প্রভাত ফেরিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে, ঢাকা নার্স কলেজ, বাংলাদেশ এনজিও ফেডারেশন ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।

এছাড়া অনেকে শিশু-সন্তানকে সঙ্গে নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তাদের অধিকাংশেই বহন করছেন ৫২ সালের একুশে ফেব্রুয়ারি স্মৃতিচিহ্ন।

বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
ইএআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।