ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি শহীদ মিনারে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা/ছবি: বাদল

ঢাকা: বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতির দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এ দাবি জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বের ৩৩ কোটি বাংলা ভাষাভাষি মানুষের মাতৃভাষা বাংলা।

বিশ্বের ৬ষ্ঠ ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি দেয়া হয়েছে। আমাদের ভাষার অবস্থান সপ্তম। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার দাবি গোটা বাঙালি জাতির।  

‘এটা বাঙালি জাতির পক্ষে আমাদেরও দাবি। শিগগিরই বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। ’

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় নেতারা।  

এরপর নগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
ইএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।