ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আরও সতর্ক-মনযোগী হবো: ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
আরও সতর্ক-মনযোগী হবো: ওবায়দুল কাদের সাংবাদিকদের ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সেতুমন্ত্রী/ছবি: বাংলানিউজ

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অগ্নিকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, হতাহতের পরিবারকে প্রয়োজনীয় মানবিক সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। 

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চকবাজারে ঘটনাস্থলে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।  

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।

 

কাদের বলেন, এ ঘটনার পর সরকার কোনো আলস্য করেনি। পুরান ঢাকায় রাস্তা সরু, মানুষের ঘিঞ্জি পরিবেশের কারণে সঠিকভাবে যান চলাচল করতে পারে না। এখানে প্রচুর কেমিক্যাল ছিল। এ ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও সতর্ক থাকবো, আরও মনোযোগী হব।  

এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একুশের রাতে (বুধবার) ঘটা এ অগ্নিকাণ্ডে শেষ খবর (সকাল সাড়ে ৯টা) পাওয়া পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে। আরও মরদেহ থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ মহাপদির্শক (আইজিপি) ড. জাভেদ পাটোয়ারী এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ পর্যন্ত নিহত ৭০ জনের মধ্যে ৬৭ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে ৯ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।