বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ক্রস ফায়ার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহাসিন (২৪) ঢাকা কলেজ ও নাজমুল হাসান অপু (২৪) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ১৫/১৬টি মোটরসাইকেলে করে কুয়াকাটার উদেশে যাচ্ছিলেন কয়েকজন যুবক। পথে সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ক্রস ফায়ার নামক এলাকায় এলে বিপরীত দিক বরিশাল থেকে মাওয়া ফেরী ঘাটের উদেশ্যে ছেড়ে আসা বিএমএফ পরিবহানের একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মহাসিন ও নাজমুল হাসান অপুর মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে মহাসিনের মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ও নাজমুল হাসান অপুর মরদেহ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে। পরবর্তীতে পুলিশ বিএমএফ পরিবহানের ওই বাসটি আটক করতে সক্ষম হয়।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এমএস/এএটি