বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই শিমুলিয়া ঘাট এলাকায় গাড়ির দীর্ঘ সারি ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাড়তি চাপ দেখা যায়।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার বাংলানিউজকে বলেন, মহাসড়কে মেরামত কাজ, তিন দিনের ছুটি ও আট ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে গাড়ির চাপ অনেক।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক (শিমুলিয়া ঘাট) সৈয়দ শাহ মো. বরকত উল্লাহ বাংলানিউজকে বলেন, বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে। এছাড়া রাত ১টা থেকে সকাল ৯টা পর্যন্ত ফেরি বন্ধ থাকার কারণে বাড়তি চাপ পড়ে ঘাট এলাকায়। এখন (দুপুর ২টা ৫০মিনিট) শিমুলিয়া ঘাটে ৩৫০ গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।
সূত্রে জানা যায়, সকালের দিকে যানবাহনের চাপ বেশি থাকায় যানজটের কবলে পড়ে যাত্রীরা। যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষার পর অনেক গাড়ি থেকে নেমে হেঁটে ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
জিপি