ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আত্রাইয়ে দুই জুয়াড়ির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
আত্রাইয়ে দুই জুয়াড়ির কারাদণ্ড

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে জুয়া খেলার দায়ে দুই জুয়াড়িকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছানাউল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ভঁরতেতুলিয়া গ্রামের বাহার প্রামাণিকের ছেলে জুয়েল রানা (৪৩) খোলাপাড়া গ্রামের আবুল কালামের ছেলে ইউনুছ আলী (২৮)।

আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বাংলানিউজকে বলেন, সকালে উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার সরকার উপজেলার সদুপুর নদীর পাশে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় দু’জনকে আটক করে।  

পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করলে বিচারক তাদের এক মাস করে কারাদণ্ড দেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।