বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার বন্দ নজরগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ ঘটনায় র্যাব-১০ এর ধলপুর শাখার ডিএডি আবু নায়েম বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাবের ডিএডি আবু নায়েম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে জাল নোট তৈরির সময় ওই দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে এক হাজার টাকার ১০৬টি জাল নোট, প্রিন্টার ও জাল নোট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
জিপি